লক্ষ্মীপুরে ৮০ হাজার চিংড়ি পোনা জব্দ


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২১ জুন ২০১৫
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে ৮০ হাজার গলদা চিংড়ি পোনা জব্দ করেছে কোস্টগার্ড। রোববার দুপুরে মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকা থেকে পোনাগুলো জব্দ করা হয়।

রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার ইব্রাহিম খলিল জাগো নিউজকে বলেন, নোয়াখালীর হাতিয়া থেকে একটি যাত্রীবাহী ট্রলারে করে চিংড়ি পোনাগুলো চেয়ারম্যান ঘাটে নেয়া হচ্ছিল। এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ৮০ হাজার পোনা জব্দ করা হয়।

এ ব্যাপারে রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন জাগো নিউজকে বলেন, বিকেলে জব্দকৃত চিংড়িপোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

কাজল কায়েস/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।