রায় নিয়ে রিভিউ করা হবে : খন্দকার মাহবুব


প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক ছিল বলে মন্তব্য করে এ রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

বুধবার সকালে সাঈদীর রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব বলেন, মামলাটিই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসাবশত। যার কারণে রাজনৈতিক ইচ্ছার প্রতিফলনে এই রায়।

সাঈদী ন্যায় বিচার পাননি মন্তব্য করে মাহবুব হোসেন বলেন, পূর্ণাঙ্গ রায় দেখে পর্যালোচনার পর রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে। আমরা এখনও বিশ্বাস করি, রিভিউ শুনানি হলে সাঈদী ন্যায় বিচার পাবেন।

 

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় চূড়ান্ত রায়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।