শাহজালালে বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমানকর্মী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ এএম, ১৪ অক্টোবর ২০১৭
স্বর্ণসহ আটক বিমানকর্মী ওমর ফারুক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা।

শনিবার ভোর সোয়া ৫টার দিকে মালয়েশিয়া থেকে আগত বিজি-০৮৭ ফ্লাইটে আসা বিপুল পরিমাণ সোনার চোরাচালানসহ তাকে আটক করা হয়। তবে ঠিক কি পরিমাণ স্বর্ণ আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি। আটক বিমানকর্মীর নাম ওমর ফারুক। তিনি বাংলাদেশে বিমানে গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার হিসেবে কর্মরত।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, ওমর ফারুককে বিপুল পরিমাণ স্বর্ণসহ শনিবার ভোরে আটক করা হয়েছে। স্বর্ণের পরিমাণ এখনও হিসাব করা হয়নি।

আরএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।