ওয়াশিংটনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ এএম, ১৪ অক্টোবর ২০১৭

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সামনে সদ্য স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির পথের দিশারী হয়ে থাকবে। বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। শোষণমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু।

স্পিকার জাতির পিতার স্বপ্নের বাস্তবায়ন করে সোনার বাংলা গড়তে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

এইচএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।