আপাতত ছয়ে ওঠার সম্ভাবনা নেই টাইগারদের


প্রকাশিত: ০৮:২২ এএম, ২১ জুন ২০১৫

ভারতকে হোয়াইটওয়াশ করলে র‌্যাংকিংয়ে ছয়ে ওঠার সম্ভবনা ছিল বাংলাদেশের। কিন্তু আপাতত তা আর হচ্ছে না। শনিবার নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে ইংল্যান্ড।

পাঁচ ম্যাচের ওই সিরিজ ইংলিশরা জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে। এ জয়ে ইংল্যান্ডের পয়েন্ট হয়েছে ৯৮। ভারতকে হোয়াইটওয়াশ করলে টাইগারদের পয়েন্ট হবে ৯৬। তাই ইংল্যান্ডের পেছনে সাত নম্বরেই আপাতত থাকতে হচ্ছে টাইগারদের।

সিরিজের শেষ ম্যাচে রিভারসাইডে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৩ রান করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে অর্ধশতক করেন মার্টিন গাপটিল (৬৭) ও কেন উইলিয়ামসন (৫০)। এছাড়া টেইলর ৪৭, হুইলার ৩৯ এবং ইলিয়ট ৩৫ রান করেন। ইংল্যান্ডের পক্ষে স্টোকস নেন তিন উইকেট।

এরপর ইনিংস বিরতির সময় বৃষ্টিতে ইংল্যান্ডের লক্ষ্য নির্ধারিত হয় ২৬ ওভারে ১৯২। ব্যাটিংয়ে নেমে ৪৫ রানেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর বেয়ারস্টোর অতিমানবীয় এক ইনিংসে হার মানতে হয় নিউজিল্যান্ডকে।

স্যাম বিলিংসকে নিয়ে ৫৭ বলে ৮০ রানের জুটি গড়েন বেয়ারস্টোর। অবিচ্ছন্ন অষ্টম উইকেট জুটিতে আদিল রশিদকে নিয়ে ২৯ বলে করেন ৫৪ রান।

শেষ পর্যন্ত বেয়ারস্টো অপরাজিত থাকেন ১১ চারে ৮৩ রান করে। নিউজিল্যান্ডের পক্ষে স্টেন্টনার ৩১ রানে তিন উইকেট নেন।

আরটি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।