মুখের আকৃতি অনুযায়ী সানগ্লাস


প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

সানগ্লাস এখন ফ্যাশন। রোদ উঠলে তো ভালই। নয়তো সানগ্লাস পরে স্টাইল দেখাতে কে না পছন্দ করেনা? এক্ষেত্রে, সানগ্লাসের শেডস, ফ্রেম ইত্যাদি বাছাই করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের চেহারার সাথে মানানসই সানগ্লাসটি চিনে নেওয়া।

মুখের ধরণ অনুযায়ী সানগ্লাস পছন্দ করুন :
ডিম্বাকৃতি চেহারা যাদের, তাদের মুখে মোটামুটি সব ধরনের সানগ্লাস মানায়। নিত্য-নতুন বিভিন্ন ধরনের সানগ্লাস ব্যবহার করে তাই নিজের চেহারায় আনুন বৈচিত্র। তবে চারকোনা ফ্রেমের সানগ্লাস এমন চেহারায় অধিক সামঞ্জস্য আনবে।

যাদের মুখ গোলগাল, তারা এমন ফ্রেমের সানগ্লাস পরবেন যেটা আপনার চেহারা খানিকটা লম্বাটে ও হালকা দেখাবে। চিকন ফ্রেমের সানগ্লাস এক্ষেত্রে না পরাটাই ভালো। চোখের ভ্রু খানিকটা ঢেকে রাখে, এমন সানগ্লাস আপনার গোল চেহারা অনেকাংশেই লম্বাটে দেখাবে। আয়তাকার ফ্রেমের সানগ্লাস পরিধান করাই এক্ষেত্রে শ্রেয়।

চতুর্ভুজাকৃতি চেহারার মুখের জন্য,অতি তীক্ষ্ণ কোণবিশিষ্ট ফ্রেমের কোন সানগ্লাস পড়বেন না। ক্লাসিক ডিম্বাকৃতির কিছু সানগ্লাস রয়েছে যা এমন মানুষদের চেহারায় ঠিকঠাক বসে যায়।
লম্বামুখোদের চেহারার সাথে গোলাকৃতির সানগ্লাস ভাল যায়। এছাড়া, চৌকাণ ফ্রেমের সানগ্লাস-ও তাদের ভাল মানাবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন সানগ্লাসের ফ্রেম খুব ছোট না হয়, যা চেহারায় বেখাপ্পা দেখায়।

আর যাদের চেহারা কিছুটা ত্রিকোণাকৃতির, তারা ‘ক্যাটস-আই’ গোছের সানগ্লাস ব্যবহারে উপকৃত হবেন। এধরনের চেহারার সাথে মানানসই করতে সানগ্লাসের ফ্রেমের উপরের অংশ সমান্তরাল দেখে পছন্দ করবেন।

সানগ্লাসটি মানিয়ে নিন আপনার ত্বকের সঙ্গে :
ফ্যাকাশে চেহারা যাদের তারা গোলাপি অথবা ব্রাউন শেডের সানগ্লাস ব্যবহার করবেন। চ্যাপ্টা ফ্রেমের সানগ্লাস ব্যবহারে আপনার চেহারার এমন সমস্যা অন্যদের অনেকাংশে বুঝতে দেবে না। শ্যামলা গায়ের রঙের সাথে স্বচ্ছ ফ্রেম সবচেয়ে ভাল মানায়। যাদের ত্বক খানিকটা বেশি কালো তারা সিলভারের ফ্রেম পছন্দ করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।