জুম্মজাতির অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে গণআন্দোলন : সন্তু লারমা


প্রকাশিত: ১০:২০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৪

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, কারও আসায় বসে থাকলে চলবে না। পার্বত্য চুক্তি পূর্ণবাস্তবায়নসহ জুম্ম জনগণের অধিকার আদায় করতে হলে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।

মঙ্গলবার বাংলাদেশ সরকারের জাতিসংঘে দেয়া পার্বত্য চুক্তির পূর্ণবাস্তবায়নের ওপর পরিস্থিতি মূল্যায়ন নিয়ে রাঙামাটিতে আয়োজিত দু’দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারকে যেমন পার্বত্য চুক্তি স্বাক্ষরে বাধ্য করা হয়েছে, ঠিক সেভাবে জোরালো গণআন্দোলনে চুক্তি পূর্ণবাস্তবায়নে বাধ্য করা হবে সরকারকে। পার্বত্যাঞ্চলের জুম্মজাতির অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে যে কোনো মুহূর্তে তীব্র গণআন্দোলন জোরদার করতে হবে।
 
কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সন্তু লারমা ছাড়াও  উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা ও এশিয়ান উন্ডিজিনাস পিপল প্যাক্ট নির্বাহী কাউন্সিল মেম্বার বিনোতাময় ধামাই। স্বাগত বক্তব্য রাখেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।