মুম্বাইয়ে বিষাক্ত মদপানে ৩৩ জনের মৃত্যু


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৯ জুন ২০১৫

মুম্বাইর মালাদ শহরতলির লক্ষ্ণীনগরে বিষাক্ত মদ পান করায় বৃহস্পতিবার ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ভারতে বিষাক্ত মদপানজনিত কারণে মৃত্যুর এটি সর্বশেষ ঘটনা। শুক্রবার পুলিশ একথা জানায়।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার ধনঞ্জয় কুলকার্নি বলেন, বিষাক্ত মদপানের পর বুধবার সকালে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে ৩৩ জন মারা যান এবং এ ঘটনায় আরো ১০ জন মৃত্যুর সঙ্গে লড়ছে।

কুলকার্নি আরো বলেন, ‘নিরাপত্তা বাহিনীর অপরাধ দমন শাখার সদস্যরা ঘটনাটি খতিয়ে দেখছে এবং তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন সন্দেহভাজনকে আটক করেছে।’

এদিকে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস এ ব্যাপারে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

সারা ভারত জুড়েই বেআইনিভাবে প্রস্তুত মদের ব্যবহার ব্যাপক। কখনো কখনো এই মদ এক ডলারেরও কম দামে বিক্রি হয় । এই মদ খেয়ে প্রায় দেশটিতে মৃত্যুর ঘটনা ঘটে থাকে।

গত জানুয়ারি মাসে ঘরে তৈরি বিষাক্ত মদপান করার পর উত্তর প্রদেশের লক্ষ্ণীর কাছে ৩১ জনের বেশী লোকের মৃত্যু হয়।

এছাড়া উত্তর প্রদেশে ঘরে তৈরি বিষাক্ত মদপান করে ৩৬ জনের বেশী গ্রামবাসী মারা যাওয়ার ঘটনায় ২০১৩ সালের অক্টোবর মাসে পুলিশ ১২ জনকে গ্রেফতার করে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।