জয়পুরহাটে সরকারি গাছ কাটায় ৩ জনের দণ্ড


প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৯ জুন ২০১৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বায় সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হরেন্দা গ্রামের আজিজার রহমান (৪১), বড়পুকুরিয়া গ্রামের আব্দুল গাফফারকে (৩৭) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর আসামি একই উপজেলার সাড়ারপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরকে (৩৪) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার রাতে টহল পুলিশ কামদিয়া সড়কের কুসুম্বা নামক স্থানে সড়কের দু`পাশে থাকা সরকারি গাছ কেটে মেসিতে (মিনি ট্রাক্টর জাতীয় পরিবহন) ভর্তি করে নিয়ে যায়ার সময় তাদের আটক করে।

এসএস মিঠু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।