সুলতানা কামাল অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১২ এএম, ০৫ জুলাই ২০১৪

রাঙ্গামাটিতে অ্যাডভোকেট সুলতানা কামালসহ ‘সিএইচটি’ কমিশনের ৮ সদস্যকে পর্যটন মোটেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে অবরুদ্ধ করে রাখে ছয় বাঙ্গালি সংগঠনের নেতা কর্মীরা।

বর্তমানে তারা রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে মোটেলে অবরুদ্ধ অবস্থায় আছেন। এর আগে গতকাল পার্বত্যাঞ্চল নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ এনে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি) গাড়িবহরে জুতা নিক্ষেপ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বিক্ষুব্ধ  নেতাকর্মীরা।

গতকাল শুত্রবার সকালে খাগড়াছড়ি পর্যটন মোটেলের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে সিএইচটি কমিশনের কো-চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের গাড়িবহর ঢাকায় চলে যাওয়ার সময় এ জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।