স্বপ্ন ভঙ্গের বেদনায় জ্বলে উঠছে টাইগাররা


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৮ জুন ২০১৫

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের সেই হার। চেষ্টা করেছে দু-দলই ভুলে যেতে। তবে সব কি চাইলেই ভুলে থাকা যায়। মেলবোর্নের সেই বিতর্কিত ম্যাচ তাতিয়ে রাখার জন্য যথেষ্ট। সঙ্গে যোগ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন।


ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে তাই অনুপ্রেরণার অভাব নেই বাংলাদেশের। সেই অনুপ্রেরণা সঙ্গে নিয়ে দূর্দান্ত শুরু করেছে টাইগাররা। দেশের মাটিতে মাঠের যুদ্ধে যেন জানিয়ে দিতে চাইছে নিজের শ্রেষ্ঠত্ব। আমরা নতুন বাংলাদেশ। স্বপ্ন ভঙ্গে বেদনায় যেন জ্বলে উঠেছে টাইগারা। ব্যাট হাতে সে কথা জানান দিচ্ছে।


বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে শুরু হয়েছে। মুখে প্রতিশোধের কথা বলেননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। তবে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্নভঙ্গের বেদনা এখনও ভোলেননি তারা। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার প্রথম সুযোগটি হারাতে চাইবেন না স্বাগতিক দলের খেলোয়াড়রা।


টেস্টে পেরে না উঠলেও ওয়ানডেতে ভারতের সঙ্গে সমান তালেই লড়ে বাংলাদেশ। বিশ্বকাপ, এশিয়া কাপের মতো টুর্নামেন্টে শক্তিশালী এই প্রতিবেশীর বিপক্ষে জয় রয়েছে টাইগারদের।


ভারতের বিপক্ষে আরেকটি জয় সিরিজে এগিয়ে নেওয়ার সঙ্গে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল করবে। ইংল্যান্ডে ২০১৭ সালে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলতে হলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে ৮ নম্বর স্থান ধরে রাখতে হবে বাংলাদেশকে।


ভারতের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে একটিতে জিততে পারলেও ওয়েস্ট ইন্ডিজকে টপকে সাতে চলে আসবে বাংলাদেশ, যা সেই টুর্নামেন্টের পথে এগিয়ে নেবে মাশরাফিদের। প্রথম ম্যাচ জিতেই নিজেদের সেই নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায় তারা। তবে কোন বিতর্কিত সিদ্ধান্ত বা ভুলে নয়। মাঠের যুদ্ধটা মাঠেই।

## অর্ধশত করে ফিরলেন সৌম্য
#
তামিমের ৩০তম অর্ধশত
#
# বৃষ্টিতে বিঘ্ন বাংলাদেশের উড়ন্ত সূচনা
#
বৃষ্টির পর ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।