সোনারগাঁও হবে পৃথিবীর অন্যতম মডেল পর্যটন কেন্দ্র


প্রকাশিত: ১০:২০ এএম, ১৮ জুন ২০১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও হবে পৃথিবীর অন্যতম একটি মডেল পর্যটন কেন্দ্র। বিশ্বের বহু দেশের পর্যটকদের এই সোনারগাঁওয়ে আসতে হবে। এখানকার পুরোনো ঐতিহ্য ও ইতিহাসকে পূর্ণ জীবিত করে বাংলার প্রাচীন এই রাজধানীকে একটি আধুনিক পর্যটক নগরীতে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরের সভাকক্ষে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ইতিহাস এবং পর্যটনকে এক সঙ্গে আনতে চাই। ইতোমধ্যে আমরা সোনারগাঁওয়ের পুরোনো প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর সংস্কারের কাজ হাতে নিয়েছি। কাজ শেষ হলে আগামী কয়েক বছরের মধ্যে।

তিনি আরো বলেন, সোনারগাঁও জাদুঘরের পাশাপাশি পানাম নগরী পূর্ণসংস্কার, গোয়ালদী শাহী মসজিদ, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হিন্দুদের তীর্থস্থান ব্রহ্মপুত্র নদীর লাঙ্গলবন্দ স্নানঘাট সম্প্রসারণসহ সেখানে আসা তীর্থযাত্রীদের থাকার জন্য আধুনিক হোটেল নির্মাণ ও সোনারগাঁও উপজেলাকে একটি পূর্ণাঙ্গ পর্যটন বলয় হিসেবে তৈরি করা হবে।

মন্ত্রী মতবিনিময় শেষে পানাম নগরী পরিদর্শন করেন। এর আগে মন্ত্রী হিন্দু তীর্থস্থান লাঙ্গলবন্দ স্নানঘাট পরিদর্শন করেন।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর ইসলাম মিঞা, প্রত্নতাত্ত্বিক অধিদফতরের উপ-সচিব গাজি ওয়ালিউল হক, সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. মুহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম প্রমুখ।  
 
শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।