নতুন বিতর্কের জন্ম দিলেন মোদির ছোট ভাই


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৮ জুন ২০১৫

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সম্পর্কে যখন ভাটা পড়ছে ঠিক তখনই নতুন করে বির্তককে উসকে দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই প্রহ্লাদ মোদি।

বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রহ্লাদ মোদি বলেন, যেভাবে দিল্লির প্রাক্তন মন্ত্রী জীতেন্দ্র তোমরের প্রশংসাপত্র খতিয়ে দেখা হয়েছিল, ঠিক সেভাবেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির প্রশংসাপত্রও খতিয়ে দেখা হোক।

এবার খোদ প্রধানমন্ত্রীর ভাই স্বতঃপ্রণোদিত হয়ে এমন মন্তব্য করায় বিতর্ক আবারো একবার মাথাচাড়া দিয়ে উঠবে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

অন্যদিকে সুষমা স্বরাজের ললিত মোদিকে ট্রাভেল ভিসা পেতে সাহায্য করা প্রসঙ্গে অবশ্য কেন্দ্রের পাশেই দাঁড়ান নরেন্দ্র মোদির ছোট ভাই। এ বিষয়ে মানবিকতার খাতিরেই ললিতকে সাহায্য করা হয়েছে বলে জানান তিনি।

এসকেডি/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।