সাবেক সাংসদ আব্দুল লতিফ ভূঁইয়ার ইন্তেকাল


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৮ জুন ২০১৫

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) নির্বাচনী এলাকার সাবেক সাংসদ মো. আব্দুল লতিফ ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বুধবার  রাতে কিশোরগঞ্জ শহরের আলোর মেলা এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও হৃদযন্ত্রের সমস্যায় ভূগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন । মো. আব্দুল লতিফ ভূঁইয়া জেলা  জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন।

মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর শহীদি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ নিজ গ্রামের বাড়ি ইটনা উপজেলার থানেশ্বর গ্রামে নেয়া হবে। সেখানে আরেক দফা জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

মরহুম মো. আব্দুল লতিফ ভূঁইয়া ১৯৮৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হন।

নূর মোহাম্মদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।