দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
যুক্তরাজ্য প্রবাসী সিলেটের যাত্রীদের সঙ্গে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত (লন্ডন-সিলেট সরাসরি) ফ্লাইটে এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।
সিলেটে যাত্রা বিরতিকালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।
সিলেটে এক ঘণ্টার যাত্রা বিরতিকালে প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর এবং বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসহযোগি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৬৩ জন নেতাকর্মী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সকাল সাতটা থেকে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে আসতে শুরু করেন। তবে প্রধানমন্ত্রীর সিলেট যাত্রাবিরতিকে কেন্দ্র করে পুরো সিলেটসহ বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ।
সিলেটে কর্মরত স্থানীয় সাংবাদিকদেরো বিমাবন্দর এলাকায় যেতে দেয়া হচ্ছে না। বিমানবন্দরের প্রায় ২ কিলোমিটার দূরে সবাইকে আটকে দিয়েছে পুলিশ ও এসএসএফ’র সদস্যরা।
প্রসঙ্গত, ৬ দিনের ব্যক্তিগত সফরে শুক্রবার লন্ডন পৌঁছান শেখ হাসিনা। ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর এটা ছিল তার প্রথম যুক্তরাজ্য সফর। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের প্রথম বক্তব্য শোনেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে টিউলিপের বড় ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা রয়েছেন।
লন্ডন পৌঁছানোর পর ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন অর্জনের জন্য গত রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের দেয়া সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী।
পরদিন সোমবার ব্রিটিশ পার্লামেন্টের নতুন সদস্যদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন শেখ হাসিনা।
৬ দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের সরাসরি সিলেটে নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
এসকেডি/আরআইপি