সবচেয়ে ব্যয়বহুল শহর লুয়ান্ডা


প্রকাশিত: ০২:৫৭ এএম, ১৮ জুন ২০১৫

প্রবাসীদের জন্য বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর দক্ষিণ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সার বলছে শহরটির উচ্চ বাড়ি ভাড়া, আমদানি করা পণ্য এবং নিরাপত্তার জন্য তেলসমৃদ্ধ শহরটি গত তিন বছর ধরে ব্যয়বহুল শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে।

হংকং এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং সিঙ্গাপুর রয়েছে চতুর্থ অবস্থানে। মার্সার এই জরিপ গত দুই দশকের বেশি সময় ধরে করে আসছে।
এক সময় এই জরিপের তথ্য বিভিন্ন দেশের সরকার ও বহুজাতিক কোম্পানিগুলো ব্যবহার করতো। কারণ যারা দেশের বাইরে কাজ করে তাদের বেতন নির্ধারণ করার ক্ষেত্রে এই জরিপের ফলাফল তারা কাজে লাগাতো।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।