চীন থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় যাবে ট্রেন!


প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৭ জুন ২০১৫

চীনের কুনমিং থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় যাবেন, তা-ও আবার ট্রেনে! কী ভাবছেন? আষাঢ়ে গপ্পো? নাহ, একদমই তা নয়, চীন থেকে দ্রুত গতির ট্রেন কলকাতায় যাবে মিয়ানমার ও বাংলাদেশের ওপর দিয়ে। যদিও গোটা প্রকল্পটাই এখন পরিকল্পনার স্তরে সীমাবদ্ধ।

সম্প্রতি গ্রেটার মিকং সাবরিজিয়ন (GMS) মিটে এই রেলপথের প্রস্তাব দিয়েছে চীন। বাংলাদেশ-চীন-ভারত ও মিয়ানমার (BCIM) মাল্টি মডেল করিডর প্রজেক্টের অংশ হিসেবেই এই প্রস্তাব।

চীনের ইউনান প্রাদেশিক সরকারের উপসচিব লাই জি মিংয়ের ধারণা, এ রেল প্রকল্প বাস্তবায়িত হলে মিয়ানমার ও বাংলাদেশের আর্থিক অবস্থারও উন্নতি হবে।

জানা গেছে, ২৮০০ কিমি এ রেলপথের জন্য ৪০ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৬ কোটি ৬০ লক্ষ টাকা খরচ করবে চায়না। এশীয় উন্নয়ন ব্যাংকের থেকেও টাকা নেয়া হতে পারে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।