সংসদে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন বিল উত্থাপন


প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৭ জুন ২০১৫

ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আইন-২০১৫ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। আদালত সামরিক ফরমান বাতিল এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হওয়ায় ১৯৭৯ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ বিলুপ্ত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে এটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ১৬ মার্চ মন্ত্রীসভার বৈঠকে বিলটি অনুমোদন দেওয়া হয়। চলতি অধিবেশনে বিলটি পাস হওয়ার কথা রয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব ব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন দেশের বেসরকারি খাতে অর্থায়ন ও পরামর্শ সেবা দিয়ে প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখছে। কিন্তু সংবিধান পঞ্চদশ সংশোধনী পাস হওয়ায় ১৯৭৯ সালে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশের কার্যকারিত রহিত হয়েছে। যে কারণে অধ্যাদেশটি আইনে পরিণত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া আইনটি কার্যকর হলে প্রতিষ্ঠানটি বেসরকারি খাতের উন্নয়নে আরো অধিকতর ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন।

এইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।