বাংলাদেশকে সমীহ করছেন ধোনি
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে মিরপুরে শেষ বারের মত অনুশীলন করলেন টিম ইন্ডিয়া। অনুশীলনের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতের ওয়ানডে অধিনায়ক ধোনি স্বাগতিকদের প্রশংসা করে বলেন, ওয়ানডেতে বাংলাদেশ দারুণ দল। যে কোন দলের জন্যই তারা বিপদজনক।
বৃষ্টি বিঘ্নিত এক মাত্র টেস্ট ড্র হওয়ার পর ওয়ানডে সিরিজের আগে মাত্র দুই দিন অনুশীলন করছে টিম ইন্ডিয়া। দলের সাথে যোগ দিয়েছেন ধোনি সহ নতুন ৭ ক্রিকেটার। আর মিরপুরের উইকেট ভারতের সাথে সাদৃশ্য পূর্ণ হলেও, অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। উইকেট ও আদ্রতাপূর্ণ পরিবেশের সাথে মানিয়ে নিতে নেটে সময় কাটান ভারতীয় ব্যাটসম্যান ও বোলাররা।
ভারত জাতীয় ক্রিকেট দল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি বলেন, `দলের আত্মবিশ্বাসের জন্য জয়টা জরুরি। আর, দলের প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত আমি।
টেস্টে বাংলাদেশের ভবিষ্যতও কেমন এমন প্রশ্নের জবাবে ধোনি বলে, বাংলাদেশ এখন ওয়ানডেতে বেশ ভালো করছে। যদিও টেস্টে ভালো করতে আরো সময় লাগবে তাদের। বাংলাদেশে এখন অনেক নতুন ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন, যা এদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক।
এমআর/আরআইপি