৭ দিনেও সন্ধান মেলেনি মিমের
বাগেরহাটের দরিদ্র পরিবারের মেয়ে মিমের (৬) ৭ দিনেও কোন সন্ধান মেলেনি। পিতৃহারা মিমের মা আমিরুন বেগম একমাত্র সন্তানের খোজঁ না মেলায় পাগল প্রায়। গত বৃহস্পতিবার সকালে বাড়ির সামনের রাস্তায় বের হয়ে আর ফিরে আসেনি সে। মিম আলিয়া মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী।
বাগেরহাট শহরের আলিয়া মাদরাসা রোড়ের মল্লিকবাড়ি মোড় এলাকার ভাড়া বাড়িতে বসাবসকারী আমিরুন বেগম বলেন, গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মিম ঘুম থেকে উঠে বাড়ির সামনে মল্লিক বাড়ির মোড়ে একটি দোকানের সামনে বসে। এরপর থেকে তাকে আর খুজেঁ পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হওয়ার সময় মিমের পরনে হাফ প্যান্ট ও পঞ্চ জুতা পড়া ছিল।
নিখোঁজ মিমের মা আমিরুন বেগম আরো বলেন, অন্যের বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করে মেয়েকে লেখাপড়া করার জন্য আলিয়া মাদরাসায় ভর্তি করি। আমার মনে হয় মিমকে কেউ ধরে নিয়ে গেছে। কান্নাজড়িত কন্ঠে তিনি এ প্রতিবেদকে বলেন, মিম গর্ভে থাকার সময় স্বামীকে হারায়ছি। আপনারা আমার মেয়ের সন্ধান দেন। আমার স্বামীর মত মেয়েকে হারাতে চাই না।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হোসেন বলেন, মিম নিখোঁজ হওয়ার ঘটনায় তার মা আমিরুন বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এ ব্যাপরে পুলিশ খোজঁ খবর নিচ্ছে।
শওকত আলী বাবু/এসএস/আরআই