এমপি পুত্রের অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন করবে পুলিশ


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ১৭ জুন ২০১৫
ফাইল ছবি

রাজধানীর নিউ ইস্কাটনে এলোপাতাড়ি গুলি চালিয়ে দুজন নিরীহ মানুষকে হত্যার ঘটনায় এমপি পুত্র বখতিয়ার আলম রনির অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন করবে পুলিশ। বুধবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের রনি তার অস্ত্র দিয়ে গুলি বেরিয়েছে বলে জানিয়েছে। একই তথ্য দিয়েছে ড্রাইভার ইমরান। আদালতের অনুমতিক্রমে ব্যলাস্টিক টেস্টের জন্য এগুলো সিআইডিতে দেয়া হয়েছে। ব্যলাস্টিক টেস্টে এর সত্যতা পাওয়া গেলেই এই অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন করা হবে।

প্রসঙ্গত, ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে প্রাডো গাড়ি থেকে গুলি ছোড়েন রনি। এতে রিকশাচালক হাকিম ও জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।

রনি সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে। আদালতের নির্দেশে বর্তমানে সে কারাগারে রয়েছে।
 
এআর/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।