আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার জন্মশতবর্ষে নানা আয়োজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭

প্রত্নতত্ত্ববিদ, পুঁথিবিশারদ, অনুবাদক, নৃবিজ্ঞানী, ইতিহাসবিদ, ক্রীড়া সংগঠক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার শততম জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি ১৯১৮ খ্রিস্টাব্দের ১ অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।

তার জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির উদ্যোগে শতবর্ষ জন্ম উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্বদ্যিালয়ের চারুকলা অনুষদের সহায়তায় আগামী ১ ও ২ অক্টোবর চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠেয় এ উৎসবে আলোকচিত্র প্রদর্শনী, গ্রন্থ প্রদর্শনী ও বিক্রয় এবং ঐতিহ্যবাহী আখ্যানকাব্যের পরিবেশনা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।

কমিটির চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠেয় উৎসবে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করবেন বিশিষ্ট অনুবাদক, শিল্পী, গবেষক, স্থপতি ও তার পরিবার সদস্যরা।

১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা সঙ্গীত পরিবেশন করবেন ফরিদা পারভীন এবং সঙ্গে বাঁশি বাজাবেন গাজী আবদুল হাকিম।

বঙ্গের ঐতিহ্যবাহী আখ্যানকাব্য নিয়ে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া রচনা করেছেন দুটি আকরগ্রন্থ। যোগীর ঐতিহ্যভিত্তিক ‘গুপিচন্দ্রের সন্ন্যাস’ ও গাজীর ঐতিহ্যভিত্তিক ‘বাংলা সাহিত্যে গাযী কালু চম্পাবতী উপাখ্যান।’

উৎসবে ১ অক্টোবর রোববার নাটোরের তছের মন্ডল ও তার দল যোগীর গান এবং কিশোরগঞ্জের ইসলামউদ্দিন পালাকার ও তার দল গাজী কালু চম্পাবতীর কিস্সা গান পরিবেশন করবেন।

পরিবেশনার শুরুতে গাজীর কিস্সা গান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. কামালউদ্দীন কবীর এবং যোগীর গান নিয়ে গবেষক ড. নীরু শামসুন্নাহার বক্তব্য উপস্থাপন করবেন।

২ অক্টোবর বিক্রমপুরের মঙ্গল মিয়া গায়েন ও তার দল গাজীর পট গান এবং মানিকগঞ্জের চাঁন মিয়া গায়েন ও তার দল গাজীর গান পরিবেশন করবেন। পরিবেশনার শুরুতে গাজীর গান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আফসার আহমদ এবং গাজীর পট গান নিয়ে পটুয়া শম্ভু আচার্য বক্তব্য উপস্থাপন করবেন।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।