রাজনৈতিক আশ্রয়প্রার্থীর কন্যা হিসেবে আমি গর্বিত : টিউলিপ


প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৬ জুন ২০১৫

বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো বক্তব্য রাখতে গিয়ে বলেন, ৪০ বছর আগে এদেশে রাজনৈতিক আশ্রয়প্রার্থী একজনের কন্যা হিসেবে আমি গর্বিত। খবর বিবিসি।

পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে টিউলিপ সিদ্দিক বলেন, ৪০ বছর আগে তাঁর মা যুক্তরাজ্যে পালিয়ে এসেছিলেন হত্যাকাণ্ড থেকে বাঁচার লক্ষ্যে। তিনি উল্লেখ করেন যে ঐ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের প্রায় সব সদস্য নিহত হন।

টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং শেখ রেহানার মেয়ে। তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে লন্ডন শহরের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি।

ব্রিটেনের অন্যতম প্রধান রাজনৈতিক দল লেবার পার্টি থেকে তিনি নির্বাচন করেন। তার দল থেকে গত নির্বাচনে তিনজন বাংলাদেশি বংশোদ্ভুত নারী বিজয়ী হন। এদের মধ্যে রুশনারা আলী আগে একবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর টিউলিপ সিদ্দিকের মত প্রথমবারের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন রূপা হক।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।