আয়কর দিবসে বর্ণাঢ্য র‌্যালি


প্রকাশিত: ১০:১০ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি স্লোগান এবং কর সেবায় কর বিভাগের আশ্বাস, নিশ্চিত হোক করদাতাদের আস্থা ও বিশ্বাস এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস-২০১৪। সোমবার সকাল ৯টায় জাতীয় রাজস্ব বোর্ড মাঠ থেকে এ র‌্যালি বের হয়।

এর আগে বিভিন্ন রংয়ের বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর দিবস উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. গোলাম হোসেন। এরপর এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে মৎস ভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন হয়ে আবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এসে শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।