রফতানি উন্নয়ন ব্যুরো বিল সংসদে উত্থাপিত
জাতীয় সংসদে রফতানি উন্নয়ন ব্যুরো, ২০১৫ বিল উত্থাপিত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিলটি উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পরে বিলটি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ জাতীয় সংসদে পাস হওয়ায় সামরিক ফরমান বলে জারিকৃত দ্য এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অর্ডিন্যান্সটি আইন হিসেবে বিলুপ্ত হয়। ফলে রফতানি উন্নয়নের ধারাবাহিকতা লোপ পায়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে আইন সমাধানকল্পে সংসদ অধিবেশনে না থাকায় আশু পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতি ২০১৩ সনের ২১ জানুয়ারি অধ্যাদেশ জারি করে। ফলে ব্যুরোর কার্যক্রম অব্যাহত থাকে।
এমতাবস্থায় দেশের রফতানি সুসংহতকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে রফতানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার্থে ও এর কার্যক্রমকে আইনের কাঠামোতে আনতে বিলটি প্রণনয়ন করা হয়েছে।
এই বিলে বাণিজ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ১৭ সদস্যের একটি পরিচালনা পরিষদ রফতানি উন্নয়ন ব্যুরো পরিচালনা করার বিধান রাখা হয়েছে। ব্যুরো মহাপরিচালক পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এইচএস/এসএইচএস/আরআই