রাজধানীতে বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৬ জুন ২০১৫
ফাইল ছবি

জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতালের কারণে রাজধানীতে আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে  বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া ফাঁসির রায়  মঙ্গলবার বহাল রেখেছে আপিল বিভাগ। এর প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ২৪ ঘণ্টা হরতালের ডাক দেয়ে জামায়াত।

জেইউ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।