প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তার গলব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়।

প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার তার ফেসবুক পোস্টে বলেছেন, ‘তিনি এখন ভালো আছেন’।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় লিখেছেন, ‘গত সোমবার রাতে মা’র গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধু সার্জারি করেন। সার্জারি অত্যন্ত সফল ছিল।’

তিনি আরও বলেন, ‘পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন। তিনি এখন খুব দ্রত সুস্থ হয়ে উঠছেন।’

জয় লিখেছেন, ‘আজ মার জন্মদিন। কিন্তু আমরা তেমন কিছু করছি না। কারণ মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’

যারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, জয় তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এখন ভালো আছেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান।

এফএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।