ভারতের পর সমুদ্র-সহযোগিতা চুক্তি চায় চীন


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৬ জুন ২০১৫

ভারতের পর এবার বাংলাদেশের সঙ্গে সমুদ্র-অর্থনীতি এবং সহযোগিতা নিয়ে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে চীন। ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে বাংলাদেশের তরফ থেকে চীনের কাছে এ ধরণের সহযোগিতা চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেসময় চীন তাতে সাড়া দেয়নি। এ মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি`র বাংলাদেশ সফরের সময় দু`দেশের মধ্যে বঙ্গোপসাগর ও ভারত সাগরে সমুদ্রসম্পদ ও অর্থনীতি নিয়ে গবেষণা, সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং সহযোগিতার ক্ষেত্রে যৌথভাবে কাজ করার চুক্তি হয়। এ চুক্তির পরদিনই চীনের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু।

আগামী সেপ্টেম্বরে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের বাংলাদেশ সফরের কথা রয়েছে। সেসময়ই এই সহযোগিতা চুক্তি করতে চায় চীন। এরই মধ্যে চুক্তির খসড়া বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরের হাতে পৌঁছেছে বলেও জানিয়েছে দ্য হিন্দু।

ভারতের আদলেই বঙ্গোপসাগরে সমুদ্রসম্পদ নিয়ে গবেষণা, সমুদ্রসীমায় অংশীদারিত্ব নিয়ে এই চুক্তি করতে আগ্রহী চীন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।