চালের মূল্য বৃদ্ধিতে জড়িতদের সন্ধানে দুদক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

 

চালের অযৌক্তিক মূল্য বৃদ্ধিতে জড়িতদের শনাক্তে বিশেষ অনুসন্ধান কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপ-পরিচালক মো. আহমার-উজ্জামানকে প্রধান করে গতকাল (বুধবার) তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন- সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন ও উপ-সহকারী পরিচালক মো. সায়েদুজ্জামান।

উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, দুদকের কাছে খাদ্য বিভাগের কিছু কর্মকর্তা ও ব্যবসায়ীর যোগসাজশে চালসহ খাদ্যপণ্য মজুদের অভিযোগ এসেছে। মূলত তাদের বিরুদ্ধেই চলবে অনুসন্ধান।

এর তদারক কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে দুদকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।