রোহিঙ্গাদের জন্য এল চীনের ত্রাণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের কবলে পড়ে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য চীনের পাঠানো ত্রাণ বাংলাদেশে এসে পৌঁছেছে।

বুধবার দুই হাজার ২০০ তাঁবু নিয়ে চীনা কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার আরও একটি বিমানের চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, সবগুলো ত্রাণ পৌঁছানোর পর তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।