কৃষকদের বিনামূল্যে সার-বীজ-কীটনাশক দেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ ও এনজিও ঋণ মওকুফ করা এবং সার, বীজ ও কীটনাশক বিনামূল্যে প্রদানের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকদের ঘরে পরবর্তী ফসল না উঠা পর্যন্ত সার, বীজ ও কীটনাশক বিনামূল্যে প্রদান করা জরুরি।

সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশিদ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মদ মাসুম প্রমুখ।

এএস/জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।