জাবি উপাচার্যের সঙ্গে মিলানের গবেষকদের সাক্ষাৎ


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৬ জুন ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের ড. সারা ইপিস এর নেতৃত্বে তিন সদস্যদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য ও ড. সারা ইপিস উভয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্প্রতি সম্পাদিত সমঝোতা চুক্তির আওতায় দ্বিপাক্ষিক শিক্ষা ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

ড. সারা বলেন, এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত মাইক্রোবায়োলজি এবং প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-গবেষকগণ মিলান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

উপাচার্য মিলান ইউনিভার্সিটি দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণায় এগিয়ে আসার জন্য ড. সারা ইপিসের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। ড. সারা ইপিস বলেন, এ চুক্তির আওতায় মিলান বিশ্ববিদ্যালয়ের দু’জন গবেষক ড. মাসিনো পাজোরো এবং পিএইচ.ডি গবেষক ইলিনা মারটিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের আসা-যাওয়া অব্যাহত থাকবে।

সৌজন্য সাক্ষাৎকালে  প্রো-ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
হাফিজুর রহমান/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।