আমরা ন্যায় বিচার পাইনি : মুজাহিদ পুত্র


প্রকাশিত: ০৭:২৬ এএম, ১৬ জুন ২০১৫

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে তার ছেলে আলী আহমদ মাবরুর বলেছেন, এ রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা ন্যায়বিচার পাইনি। কখন, কোথায় এবং কোন বুদ্ধিজীবীকে হত্যা করেছিলেন মুজাহিদ, এমন প্রশ্ন রাখেন তিনি ট্রাইব্যুনালের কাছে ।

মঙ্গলবার আদালতের দেয়া রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাবরুর সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, কোনো বুদ্ধিজীবীর সন্তান ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি।

আশাবাদ ব্যক্ত করে মুজাহিদ পুত্র জানান, তারা শেষ পর্যায়ের আইনি লড়াইয়ে নিরপরাধ প্রমাণিত হবেন।

# মুজাহিদের রায়ের রিভিউ আবেদন করা হবে : খন্দকার মাহাবুব

এসকেডি/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।