গলব্লাডারে সফল অস্ত্রোপচার প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে। প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় অস্ত্রোপচার হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তার প্রেসসচিব ইহসানুল করিম ।

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রীকে বাসায় নেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন।

প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামী ৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এইউএ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।