বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি


প্রকাশিত: ০৬:৩২ এএম, ০৫ জুলাই ২০১৪

রাজধানীতে শনিবার ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আষাঢ়ের এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

রাজধানীর রামপুরা, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, তেজগাঁও, মিরপুর, পান্থপথ ও নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন সড়কে পানি জমে গেছে।

রাজধানীর বিভিন্ন সড়কে পানির কারণে যান চলাচল ব্যাহত হতে দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষেরা। গাড়ি না পেয়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই।

রাজধানীর সড়কগুলোয় স্বাভাবিক দিনের চেয়ে তুলনামূলক কম যানবাহন চলাচল করছে। বৃষ্টির দিনে সাধারণ মানুষের একমাত্র বাহন হিসেবে কাজ করছে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যান। এ সব যানবাহনের চালকরা বৃষ্টিতে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।