গণহত্যাকারীদের সম্পদও বাজেয়াপ্ত করতে হবে : শাহরিয়ার কবির
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখেছেন সু্প্রিম কোর্টের আপিল বিভাগ। এ প্রসঙ্গে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, গণহত্যাকারীদের শুধু ফাঁসি নয়, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও বীরঙ্গনাদের ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুজাহিদের আপিলের রায় ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগো নিউজকে এসব কথা বলেন তিনি। সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির বলেন, এ রায় দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল। চরম দণ্ডই ছিল আমাদের প্রত্যাশিত। আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায় রহাল রেখে আমাদের সে প্রত্যাশা পূরণ করেছে।
শাহরিয়ার কবির বলেন, মুজাহিদ ছিলেন পূর্ব পাকিস্তান আলবদর বাহিনীর প্রধান। তার নির্দেশেই বাংলাদেশের শীর্ষ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এ অভিযোগে তার চরম দণ্ড দিয়েছেন আদালত। আর একারণেই সংগঠন হিসেবে আলবদর এবং জামায়াতে ইসলামীর বিচার সময়ের দাবি।
ঘাতক দালাল নির্মূল কমিটির এ নেতা বলেন, মুজাহিদের এ রায় যত দ্রুত কার্যকর করা হবে জাতির কলঙ্ক তত দ্রুত মোচন হবে। শহীদ পরিবারের সদস্যরা অনেকেই বয়সের ভারে মারা যাচ্ছেন তারা যেন এ রায়ের কার্যকারিতা দেখে যেতে পারেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ মুজাহিদের আপিল আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এএসএস/বিএ/এমএস/এসআরজে