মোবাইলে ১ শতাংশ হারে সারচার্জ অনুমোদন


প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪
ফাইল ফটো

মোবাইলে ম্যাসেজ ও কল রেটে ১ শতাংশ হারে সারচার্জ আরোপের বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক এ অনুমোদন দেয়া হয়।

এছাড়া বাল্য বিবাহ আইন ২০১৪ ও কাস্টমস আইন-১০১৪ মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইয়া সাংবাদিকদের জানান, আজকের (সোমবার) বৈঠকে বাল্যবিবাহ আইন ও কাস্টমস আইন ছাড়া মোবাইলে ম্যাসেজ ও কল চার্জের উপর সারচার্জ ১ শতাংশ হারে বাড়ানোর বিষয়টিও নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।