মুজাহিদের মৃত্যুদণ্ড বহালে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ
মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিতকদের এ কথা জানান তিনি।
মাহবুবে আলম বলেন, মানবতাবিরোধী অন্য অপরাধে দেয়া রায়ে পরিবর্তন আনলেও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অপরাধে দেয়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, তার বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যার অভিযোগ ছিল। এটা তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। এই অভিযোগে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং আপিল বিভাগও সেই দণ্ড বহাল রেখেছেন। অর্থাৎ তিনি বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন। বুদ্ধিজীবী হত্যার ঘটনায় এটাই প্রথম রায় বলে উল্লেখ করেন তিনি।
এসকেডি/এমএস