থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি


প্রকাশিত: ০৩:০৬ এএম, ১৬ জুন ২০১৫
ফাইল ছবি

অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় থাইল্যান্ড কর্তৃপক্ষের হাতে আটক ৪৭ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। থাইল্যান্ডে বাংলাদেশের দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) সহযোগিতায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

যাদের ফেরত আনা হয়েছে তাদের মধ্যে ১০ জন যশোরের, ৯ জন সিরাজগঞ্জের, ৯ জন সুনামগঞ্জের এবং ৬ জন ঝিনাইদহের। অন্যরা নরসিংদী, মেহেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর ও বগুড়ার বাসিন্দা।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৮৭২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনীর তাদের উদ্ধার করে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।