বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল সাতটা থেকে টিকেট বিক্রি শুরু হলেও মাত্র ঘণ্টা খানেক পরই বিভিন্ন কোম্পানির কাউন্টার থেকে বলা হয়, ২ ও ৩ অক্টোবরের টিকিট নেই।
রাজধানীর কল্যাণপুর, মাজাররোড ও গাবতলী এলাকায় এই চিত্র। এই দুই দিনের টিকেট পরে বেশি দামে বিক্রির করার লক্ষ্যে এখন সেগুলো বিক্রি করা হচ্ছে না বলে অভিযোগ টিকেট প্রত্যাশী যাত্রীদের।
এদিকে কোম্পানি ও বাসের সময়ভেদে প্রতি টিকিটে ৫০ থেকে ১০০ টাকা করে বেশি নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠেছে।
এ ব্যাপারে বিভিন্ন বাস কোম্পানির কাউন্টারে কর্মরতরা জানান, অন্য সময় সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে টিকিটের দাম কিছুটা কম নেওয়া হয়। ঈদের সময় নেওয়া হয় সঠিক দাম। কারণ চাহিদা অনেক বেশি থাকে।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি কোম্পানি আগামী ১ অক্টোবরের বাসের টিকিট বিক্রি শুরু করেছে।