রাজধানীতে ছিনতাইয়ের পণ্য উদ্ধার


প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৫ জুন ২০১৫

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকার একটি বাসা থেকে ছিনতাই হওয়া রপ্তানীমুখী ৪৯৫ কার্টন গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২নম্বর রোডের ৬৪ নম্বর বাড়ি থেকে ওই গার্মেন্টস পণ্য উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এ সময় পুলিশ পণ্য বহনকারী একটি কাভার্ট ভ্যান (চট্ট মেট্রো ট-১১-২৯৫০) আটক করে। উদ্ধার পণ্যের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, রোববার দিনগত রাত সাড়ে ৩টা দিকে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ডেগেরচালা ইনডেসোর সোয়েটার্স লিমিটেড নামক গার্মেন্টস হতে রপ্তানীমুখী ৪৯৫টি কার্টনে করে ১৮৮১০ পিস লেডিস সোয়েটার নিয়ে ১টি কাভার্ড ভ্যান চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়।

কাভার্ড ভ্যানটি মীরের বাজার হয়ে কালিগঞ্জ থানা এলাকায় একটি ব্রিজের কাছে পৌঁছালে, পিছন থেকে সবুজ রঙয়ের একটি প্রাইভেট কার ডান দিক থেকে এসে কার্ভাড ভ্যানের সামনে দাঁড়ায়।

গাড়ি থেকে দু’জন বের হয়ে একজন বাম পাশে ও অন্যজন ডান পাশ থেকে টানা হেঁচড়া করে কাভার্ড ভ্যানের ড্রাইভারকে সবুজ রঙয়ের প্রাইভেট কারে উঠায়। কিছুদুর গিয়ে কাভার্ড ভ্যানের ড্রাইভারকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়।

ইনডেসোর সোয়েটার্স লিমিটেড কর্তৃপক্ষ পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারে মালামালসহ কাভার্ড ভ্যানটি ছিনতাই হয়েছে।

পরবর্তীতে উত্তরা পশ্চিম থানা পুলিশের সহায়তায় উত্তরার ওই বাসা থেকে মালামাল উদ্ধার করে পুলিশ। পরে কাভার্ড ভ্যানটি এয়ারপোর্ট রোডের কাওলা ফুট ওভার ব্রিজের পাশে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

জেইউ/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।