শাহজালালে মোবাইলের ভেতর ৪ কেজি সোনা, আটক ৩


প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৫ জুন ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার মোবাইলের ভেতর থেকে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। উদ্ধার সোনার বাজারমূল্য দুই কোটি টাকা। এ ঘটনায় জড়িত অভিযোগে তিন যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক যাত্রীরা হলেন, আলী মোহাম্মদ, ইউসুফ ও রানা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের সহকারি কমিশনার রিয়াদুল ইসলাম। তিনি জানান, শুল্ক কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে স্বর্ণ চোরাচালানে অপরাধীরা একের পর এক কৌশল অবলম্বন করছে। আটক তিন যাত্রী টাইগার এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসে।

অবতরণের পর তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে থাকা মোবাইলের ভেতরের শেপে রাখা সোনাগুলো উদ্ধার করা হয়।

আটক যাত্রীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হবে বলেও জানান রিয়াদুল ইসলাম।

জেইউ/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।