দেশে ফিরেছেন ৭১ হাজার হাজি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫২ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭১ হাজার ১৮৪ জন বাংলাদেশি হাজি। রোববার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টিসহ মোট ২০৬টি হজ ফ্লাইটে তারা দেশে ফেরেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে আসা সরকারি ব্যবস্থাপনার সর্বশেষ ফ্লাইটের হাজিরা মক্কা থেকে মদিনায় যাবেন। তারা সেখানে আটদিন অবস্থান করবেন। মদিনায় অবস্থানকালে মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে আগামী ৫ অক্টোবর তারা দেশে ফিরবেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় (ব্যবস্থাপনা সদস্যসহ) মোট এক লাখ ২৭ হাজার ২২৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যান।

তাদের মধ্যে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ১৪১ জন (১১০ জন পুরুষ ও ৩১ জন নারী) ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ১০২ জন মক্কায়, ১৯ জন মদিনায়, ৪ জন জেদ্দায় এবং ১৬ জন মিনায় মারা গেছেন।

সর্বশেষ ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার দিলদার বেগম (৭০) মদিনায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর ছিল বিএম ০২৬৬৪০৭।

এ বছর পবিত্র হজ শেষে গত ৬ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

এমইউ/এমএমজেড/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।