নিবন্ধনহীন বাইক ধরতে অভিযান ১৫ জুলাই


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৫ জুন ২০১৫
ফাইল ছবি

আগামী জুলাইয়ের ১৫ তারিখ থেকে সারাদেশে নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে পুলিশ। সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।

এর আগে চলতি বছরের ৩ জুন থেকে এই অভিযান পরিচালনার কথা ছিল। এ বিষয়ে আইজিপি বলেন, মোটরসাইকেল কোম্পানির মালিকেরা যোগাযোগমন্ত্রীর কাছে থেকে কয়েকদিন সময় চেয়ে নেন। তাই ৩ জুনের পরিবর্তে ১৫ জুলাই থেকে এ অভিযান চলবে।

এ সময়ের মধ্যেই সকলে নিজ নিজ মোটরসাইকেলের নিবন্ধন করাবেন বলে আশা প্রকাশ করেন আইজি।

এআর/জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।