দলবির সিং ঢাকায়
ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল দলবির সিং ঢাকায় এসে পৌঁছেছেন। সোমবার বিকেল ৪টা ৫৮ মিনিটে তাকে বহন করা বিশেষ বিমানটি সেনানিবাসের কুর্মিটোলা বিমান ঘাটিতে অবতরণ করে।
জানা যায়, দলবির সিং দুদিনের সফরে ঢাকা এসেছেন। তিনি বর্তমান সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার আমন্ত্রণে ঢাকায় এসেছেন।
১৬ জুন মঙ্গলবার বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)’র সবচেয়ে আলঙ্করিক অনুষ্ঠান প্রেসিডেন্ট কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৭২তম লং কোর্স এবং ৪৩তম স্পেশাল কোর্স-এর ক্যাডেটদের কমিশন প্রদান উপলক্ষে এ প্রেসিডেন্ট কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে কুচকাওয়াজ পরিদর্শন করবেন ভারতীয় সেনাপ্রধান।
জেনারেল দলবির সিং, পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি ১৯৫৪ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ২৬তম ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে গত বছরের ৩১ জুলাই দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, এর আগে গত ৬ ও ৭ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ঘুরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এসএ/আরএস