র‌্যাবের ৪ ব্যাটালিয়নের অধিনায়কসহ ৭ পদে রদবদল


প্রকাশিত: ১০:৩৭ পিএম, ১৪ জুন ২০১৫

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চারটি ব্যাটালিয়নের অধিনায়কসহ ৭টি পদে রদবদল করা হয়েছে। র‌্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

 

র‌্যাব সূত্রে জানা গেছে- ঢাকায় র‌্যাব-৪-এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবীরকে। র‌্যাব-৪ থেকে অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন খানকে র‌্যাব-১২-এর অধিনায়ক করা হয়েছে। র‌্যাব-১০-এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে। খুলনায় র‌্যাব-৬-এর অধিনায়ক করা হয়েছে খোন্দকার রফিকুল ইসলামকে।

 

অপরদিকে অতিরিক্ত ডিআইজি সেলিম মো. জাহাঙ্গীরকে র‌্যাব সদর দপ্তরের আরঅ্যান্ডডি সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। র‌্যাব-২-এর আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হেলাল উদ্দিনকে। এ ছাড়া সারওয়ার আলমকে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

র‌্যাব সূত্রে আরো জানা গেছে- এরই মধ্যে এই রদবদল-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।