`বন্দকযুদ্ধে` কালা বাবু নিহত


প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

রাজধানীর মগবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে এক বন্দুকযুদ্ধে ট্রিপল মার্ডারের আসামি শাহ আলম খন্দকার ওরফে কালা বাবু নিহত হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে ওয়ারলেস রেলগেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান খান জানান, আজ ভোর ৪টার দিকে কালা বাবু ও তার সহযোগীদের সঙ্গে ডিবি পুলিশের এক বন্দুকযুদ্ধ হয়। আর এ বন্দুকযুদ্ধে কালা বাবু গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ বন্দুকযুদ্ধে ২ পুলিশ সদস্য আহত হন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে রেলের জমি দখলকে কেন্দ্র করে মগবাজারের সোনালীবাগে কালা বাবু গ্রুপের সন্ত্রাসীরা কালাচানের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কালাচাঁনের বোন বৃষ্টি ওরফে রানু (২৮), বিল্লাল হোসেন (২৫) ও মুন্না (২০) নামে ৩জন নিহত হন। আর এ ঘটনায় কালা বাবুকে প্রধান আসামি করে রমনা থানায় একটি মামলা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।