রাবিতে রুপরেখা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৪ জুন ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বিউপনিবেশিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  রোববার ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের ড. মোশাররফ হোসেন গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক সৈয়দ নিজার আলম।

মূল প্রবন্ধে সৈয়দ নিজার আলম বলেন, বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হলে অক্সফোর্ড, হাবার্ডের মত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের পরামর্শ নেয়া যেতে পারে।  তিনি বিশ্বের সেরা শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে আমাদের বিশ্বগুলোর জ্ঞানতাত্ত্বিক সঙ্কট সমাধানের পরামর্শ দেন।

দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মানিকের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর নুরুল হোসেন চৌধুরী, প্রফেসর মুহাম্মদ নাসের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মোশতাফিজুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ। বক্তরা পাহাড়পুরের সোম বিশ্ববিদ্যালয়টি আধুনিক আকারে আবারো স্থাপনের দাবি জানান।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।