বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মান অনুসরণের আহ্বান রাষ্ট্রপতি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মান অনুসরণ করে গবেষণা চালানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠককালে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুাের মান অনুসরণ করে গবেষণা চালাপ্রোর আহ্বান জানান।

ইসলামিক ইউনিভার্সিটির (আইইউ) ভিসি প্রফেসর মো. হারুন-উর-রশিদ আসকারী ও শাহজালাল বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে দুটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব বলেন, প্রেসিডেন্ট আবদুল হামিদ শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্পসহ বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার সর্বোচ্চ অঙ্গন উল্লেখ করে তিনি ভিসিদেরকে দেশ ও দেশের মানুষের কল্যাণে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এফএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।