তুরাগে বিরল প্রজাতির ৬৪০ কচ্ছপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীর তুরাগ থেকে ৬৪০টি বিরল প্রজাতির কচ্ছপ ও একটি কুমিরের বাচ্চাসহ আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের মূলহোতা সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেলে তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যৌথভাবে অভিযান চালিয়ে এসব কচ্ছপ ও কুমিরের বাচ্চা উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের উত্তরা জোনের সিনিয়র এসি তাপস কুমার দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ জানিয়েছে, সে মালয়েশিয়া পাচার করার জন্য কচ্ছপ ও কুমিরের বাচ্চা রেখেছিল।

তিনি আরও জানান, কুমির ও কচ্ছপের বাচ্চাগুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে কেন্দ্রীয় পশু হাসপাতালের মাধ্যমে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

জেইউ/ওআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।